বদ্ধ রে তুই বদ্ধ আয়নায়
     রাস্তাগুলো ডাকছে তোকে,
আয়রে জানালায় ।
      কিসের খোঁজে মুখ বুজে
রইলি এতদিন ,
      স্বপ্ন গুলো আকড়ে ধরে  
ব্যর্থ সারাদিন ।
    আয় ছুটে আয় শিকল ভেঙ্গে
অট্ট-হাসির বাঁধ ডেঙ্গে ।
     চারিদিকে তোর হাজার কথা
সরিয়ে রেখে আপন নিরাবতা,
          নতুন রঙে নতুন সাজে
সূর্য হয়ে উঠবি আবার
         হাজার তারার মাঝে ।
দেখবে আকশ, দেখবে নদী
         দেখবে ভুবন-তারা্‌
হাসবে না আর মুখ লুকিয়ে
      তোকে পাগল বলতো যারা।
আয় ছুটে আয় কান্না ছেড়ে
        হলুদ পাখির ডানা কেঁড়ে ,
ডাকছে তোকে দূরের বাউল  
         গাইতে নতুন গান।
দাঁড়িয়ে আছে অপেক্ষাতেই
       তোর স্বপ্নের উড়োযান ।
      
            *****