.
                                                                          

            সময়ের বয়স বাড়ছে ধীরে ধীরে
                নদীর মতো যাচ্ছে বয়ে ,  
                 ভবিষ্যতের বুক চীরে ।
       আমি সেই নদীতেই , ভিজিয়ে রেখেছি পা  
   অতিতের মতো আলগা পাথরে , হেলান দিয়ে গাঁ ।
         ভয় করছে ।। যদি পিছলে পরে যায়  
         যদি সাঁতার না জানা হাত-পা গুলো,  
                   মেতে ওঠে কান্নায় ।
  যদি চেনা শহর ,চেনা রাস্তা , আমায় করে অস্বীকার  
             যদি নজর বন্দী পাখির মতো,
              আমায়, গিলে খাই অন্ধকার ।
       যদি বোকা বাক্স , আর বাক্সের হুদুম পেঁচা ,
       আমার নিন্দা সারাদিন , করে কেনা-বেচা ।  
             যদি টুকরো পাথরের আঘাত,  
বারে বারে প্রশ্ন করে,তোর কি নাম ? তোর কি জাত ?  
             যদি বিকেলের ছোট্ট বেলা ,  
             আমায় নিতে না চাই খেলা ।
       যদি সন্ধের বাতি , আমায় ভেঙ্গায় মুখ  
   যদি কালো রাত , আমার দিকে ছোড়ে অসুখ ।
         ভয় করছে ।। যদি একলা হয়ে যায় ,
                 এই নদীর কিনারায় ।  
               যদি আমায় না দেয় ঠাঁই  
              আমারি কাগজের নৌকায় ।
      যদি হেরে যায় সত্য , হাজার মিথ্যের কাছে ,
   যদি হিংসেরা দল বেঁধে , লাফিয়ে-লাফিয়ে নাচে ।
  তবে আমায় ডেকে নিও , হে প্রভু তোমার চরণ তলে  
আমি ভাসিয়ে দেব নিজেকে নিজেই , সেই নদীরি জলে।

                           *****
                          (ধন্যবাদ)