.
ছোটো থেকেই , ছোট্ট রবি
ইচ্ছে যে তার , হবে কবি
বাবার মতো সে আর
চাই না হতে দোকানদার ।
রবির দাদু যাত্রা করে
বড়ো বড়ো চুল-দাঁড়িতে
মহাভারতের যুদ্ধ লড়ে ।
রবি সেই নকল দাঁড়ি
চুপটি করে পরতো সে তা
লাগতো ভীষণ বিজ্ঞ ভারি ।
লিখত কিসব হিজিবিজি
নিয়ে পাখির পালক ও কালি
হিসেবের খাতা নস্ট হত
খেত অনেক গালাগালি ।
রবি যে , রবির মতো হবে
তাইতো মাকে বলতো এসে,
তোমার রবি , বড়ো হবে কবে ।
মা তখন বলতো হেসে
বুকের কাছে নিয়ে ঘেষে
তুই রবির থেকেও বড়ো হবি
লোকে তখন বলবে তোকে
এ রবি নয় ছোট্ট রবি
কত গান-কবিতা লিখবি তখন
নাম হবে তোর বিশ্ব কবি ।
*****
(ধন্যবাদ)