সনেট { কখকখ , গঘগঘ , ঙচঙচ , ছছ }
কিছু ভুল হলে ক্ষমা করবেন।
************************
পথ চেয়ে আছে বসে , শত পথ যাত্রী
তবু ও তাদের কথা , ভাবে নাকো কেউ
চলে যায় দিন , কাটে শত শত রাত্রি
ফিরে আসে বারেবার অভাবের ঢেউ ।
তারা মৃত অসহায় , বাড়ি ঘর নাই
তারা খোঁজে শুধু , আমাদের অবশিষ্ট
তারা ক্লান্ত পথিক , পথের দিকে চাই
তবু ও তো আমরাই মানুষ উৎকৃষ্ট ।
মুছে যায় তারা , মুছে যায় পদচিহ্ন
মুছে যায় , মাংসের ভীরে নরম হাড়
মুছে যায় শূন্য দেহ , হয়ে ছিন্নভিন্ন
মুছে যায় নদীর স্রোতে নদীর ধার ।
তারা পথ যাত্রী , পথ তাদের জীবন
তারাই তাদের বন্ধু , তারাই আপন ।
*****
(ধন্যবাদ)
----- 12 / 09 / 2020