অনেক কেটেছে রাত
কেটেছে অনেক ভোর
অনেক গিলেছি নিন্দা
অনেক পেয়েছি আদর
অনেক ঘুরেছি সবুজের দেশ
শেষে লইয়া ভিখারির বেষ
ভিক্ষে চাইছি কাছে তোর
হে ভগবান হে মাখন চোর
খুলে দে মুক্তির ডোর ।
আমি উড়তে চাই পাখা মেলে
পাপের বোঝা খুলে ফেলে
শুধু আমার এই অনুরোধ
হে ভগবান হে মাখন চোর
নিস না আর কোনো প্রতিশোধ
করে দে আমায় ক্ষমা
যদি চাস নিয়ে নে
আছে যত সুখ জমা
বদলে আমায় দে ফিরিয়ে
হাজার কষ্ট এ শরীরে
আমি মাথা পেতে নিব সব
করিব না কোনো কলরব
তাই শতবার করি হাত জোর
হে ভগবান হে মাখন চোর
খুলে দে মুক্তির ডোর ।
***