সনেট { কখকখ , গঘগঘ , ঙচঙচ , ছছ }
কিছু ভুল হলে ক্ষমা করবেন।
************************
কাটিয়ে পুরোনো রাত , আসিলো প্রভাত
আসিলো মা স্বর্ণ তাজে , দশভুজা সাজে
আসিলো অসুর জাত , পেতে পদাঘাত
দূর মেঘেদের ভাজে , অসহায় লাজে ।
সুমধুর চণ্ডীপাঠে , ঘুম ভাঙে খাটে
মৃদু সূর্যের কিরণ , করে আলোড়ন
রাতের আভাস কাটে , পথ মাঠ ঘাটে
মহালয়া শোনে মন , শোনে বিবরন ।
পাখিদের কলতান , মিষ্টি সুরে গান
তারি মাঝে অসুরেরা , হয়ে দিশাহারা
সহ্য করে অপমান , চাই ভিক্ষা প্রান
চাই একটু কিনারা , তাই দিল ধরা ।
অসুরের বুক চিরে , শান্তি এলো ফিরে
ফিরে এলো ধীরে ধীরে , পৃথিবীর তীরে ।
*****
(ধন্যবাদ)