.
আকাশ এর তারার মতো
বহু বছর ধরে অবিরত
জমে আছে কথা কত
এ মনে শত শত ।
কিছু কথা ক্লান্ত হয়ে
তারার মতো গেছে ক্ষয়ে
কিছু কথা দানোবের ভয়ে
ভিতু হয়ে আছে রয়ে ।
কিছু কথা , কথার পেছনে
লুকিয়ে থাকে নিজ আনমনে
কিছু কথা কড় গুনে
সময়ের জাল , যায় বুনে ।
কিছু কথা কান্না করে
বাহিরের পথ খুঁজে মরে
কিছু কথা শব্দের ঘরে
বাজে শব্দের পাহাড় গড়ে ।
কিছু কথা , কথা চাই
বিশ্বাস নিয়ে গান গায়
কিছু কথা , মিথ্যে কথায়
অন্যের সাথে কথা পাঁকাই ।
কিছু কথা বেড়িয়ে আসে
ইশারায় আলগা হয়ে ভাসে
কিছু কথা , কথার ত্রাসে
মুখ থুবরে পড়ে ঘাসে ।
কিছু কথা খোঁজে নিঃশব্দ
এক থেকে একাধিক অব্দ
অন্যের পথ , করে নিস্তব্ধ
পরে রয় , হয়ে অর্ধদগ্ধ ।
*****
(ধন্যবাদ)