.
কে তুমি ? কেন বাইরে থেকে ডাকো বার-বার
তুমি দেখতে কেমন ? কি নাম তোমার ?
তুমি কি মৃত্যু ? যদি হও , তবে ভেতরে এসো
চোখের সাথে চোখ মিলিয়ে , সামনে এসে বসো
ভয় নেই ।। তোমায় ফেরাবো না খালি হাত
জোড় হাতে দেখাবো না আর , কোনো অজুহাত
তুমি কি মৃতু ? যদি হও , তবে তোমায় করি আমন্ত্রন
পঞ্চ সুরে তৈরি দেহ , তোমাতে দেব বিসর্জন ।
তুমি কি মৃত্যু ?
অনেকটা কাল ধরে , আমি তোমারি অপেক্ষায়
ভাবি কবে বন্ধু বলে , ডাকিবে আমায়
কবে তুমি লজ্জা ছেড়ে , আমার কাছে আসিবে তেড়ে
দুঃখ সুখের বাঁধন খুলে , আমায় তুমি নেবে কেড়ে ।
কবে তুমি কনের সাজে , রাখিবে হাত আমার হাতে
কবে তুমি মিলিয়ে যাবে , আমায় নিয়ে অসীম রাতে ।
তুমি কি মৃত্যু ?
আজ যখন , এসেছ আমার দুয়ারে
ভিখারিনীর বেষে কড়া নেড়ে
তোমার শূন্য ঝুলি ভরিয়ে দেব ,
কান্না-কাটির উপহারে ।
তুমি কি মৃত্যু ? যদি হও , তবে আর বিলম্ব নয়
রাতেরা জেগে থকবে রাত , আর কিছু সময়
এর পরে সুন্দর সকাল ,
রবির তেজে , কাটিবে মায়া-জাল
মেতে উঠিবে চারিদিক , ফুলের গন্ধে
মুক্ত বাতাস বহি যাবে , নিজ আনন্দে
পাখিরা গাইবে গান , মেঘেরা করিবে খেলা
স্বপ্নের নদীতে নতুন করে , ভাসিবে ইচ্ছের ভেলা ।
তখন আমায় পাবে না খুঁজে ,
বোকার মতো দাঁড়িয়ে রবে ,
চুপটি করে , একটি কোনে , মুখ বুজে ।
তুমি কি মৃত্যু ?
*****
(ধন্যবাদ)