.

              কাঁদছো কেন ?
   নিজেকে সময়ের জালে , বাঁধছ কেন ?
       কিসের রাগে , রক্তের দাগে
         অমন ছবি আঁকছ কেন ?
               কাঁদছো কেন ?
   নিজেকে সময়ের জালে , বাঁধছ কেন ?

          রাতের ঐ , পাখির মতই ,
         বেসুরী গান , গাও না যতই
          তোমায় নিয়ে নোংরা খেলা
            রঙ জমিয়ে সারা বেলা
            আর চলবে কতদিন ?
            তুমি তো একলা মেয়ে ,
       তুমি তো , অন্যের মতই স্বাধীন ।

এ সময় কেবল তোমার , তুমি হাত বাড়িয়ে দাও
   আদরের স্বপ্ন গুলো , তুমি দৌড়ে ছুটে নাও
            মুছে ফেল কান্না-কাটি
          কামড়ে ধরো পায়ের মাটি
          ছুড়ে ফেল অন্ধকারের ভয় ।
           চিৎকার করে দারাও উঠে
              আর মুখ বুজে নয় ।
              আর মুখ বুজে নয় ।

এ সময় কেবল তোমার , তুমি হাত বাড়িয়ে দাও
          কানা-মাছির জীবন ছেড়ে ,
           নতুন জীবন খুঁজে নাও ।
      উড়ে যাও ।। উড়ে যাও পাখির মত
         পেছন ফিরে ডাকুক তোমায় ,
             রক্ত-চোষার দল যত ।
            তুমি তো একলা মেয়ে ।।

                    *****
                   (ধন্যবাদ)