.***এই কবিতাটা , আমার বন্ধু নিতাই কে উৎসর্গ করছি , আজ বন্ধুর বিয়ে ।***
বন্ধুর বিয়ে ,
মিনিট কয়েক পর
টোপর মাথায় দিয়ে
বন্ধু সেজেছে বর ।
ধুতি আর পাঞ্জাবিতে
লাগছে তাকে বেজায় ভালো
মুখের ঐ চাহনিতে
ফুটেছে অনেক আশার আলো ।
সারাদিন উপস যে তার
ডাকছে ইদুর পেটে
শুধু, জল-মিস্টি ,তার যে খাবার্
পেট জাচ্ছে ঘেটে ।
কত রকম আসছে মানুষ
পরনে নতুন সাজ
চারিদিক আলোর ফানুস ,
আর বন্ধুর মুখে লাজ ।
পাড়ার মানুষ আসছে হেঁটে
ছোট্ট-ছোট্ট দলে ,
জমছে ভীর ঘরের গেটে
বর কে দেখবে বলে ।
রাত্রি এখন একের পেছন
লগ্ন আসছে তেড়ে ,
বন্ধুর সেই একলা জীবন
আসছে নিতে কেড়ে ।…
*****
(ধন্যবাদ)