.

      চোখের নিচে জমে থাকা কালো ঘুম
            আজ নেমেছে আন্দলনে  
           তাদের নাকি স্বাধীনতা চাই
            চীৎকার করছে জনে জনে ।
      ভাবছি এত সাহস , এল কথা থেকে
            এতদিন চলল সোজা
            আজ কেন গেল বেঁকে ।
               তবে কি ষড়যন্ত্র  
        আমার নামে কেউ কি তাদের
               দিচ্ছে কান-মন্ত্র ।
               তবে তারা কারা ?
            পুরোনো শত্রু রাত নাকি,  
        এত দিন পর দিয়েছে মাথা চারা,  
           নাকি ঘরের শত্রু বিভীষণ  
           আমার থেকে কাড়তে চাই  
               আমারি সিংহাসন ।

  ' জানতে হবে জানতে হবে ',নইলে রক্ষে নেই  
           দাঁত কষিয়ে বললেম আমি ,
            তারা শাস্তিটা ঠিক পাবেই ।
  ঘন্টা কয়েক পারিয়ে গেল , তাদের আন্দলন  
          আমি মন্ত্রি ডেকে ফন্দি আঁটছি ,
          বন্ধ করি কেমনে তাদের ভাষণ ।
      সারাদিন মরছে তারা , চেঁচিয়ে চেঁচিয়ে
     আমাকেউ মারছে তারা , পেঁচিয়ে পেঁচিয়ে।

             মাথার বুদ্ধি যাচ্ছে ঘেটে ,
             অনেক অনেক দুঃশ্চিন্তা ,
            সামনে এসে বসছে এঁটে ।
      কি করি , না করি , এবার কোথা যাই
   সেই তখনি দৌড়ে এসে , বলিল মন্ত্রি মশাই
  অনেক পাঁকিয়ে গোঁফ , পেয়েছি একটি উপায়
    মুখ তাদের বন্ধ হবে , গরম-গরম টাকায় ।
আমি বললেম তবে নিয়ে যাও,ঐ দেখো কোষাগার
    কালো টাকা জমতে জমতে , হয়েছে পাহাড়
আর বললেম , যদি হয় সমাধান , সব সমস্যার
   তোমার জন্য থাকিবে এক , বিশেষ উপহার ।
     শুনে মন্ত্রি খুশি খুশি , টাকা নিয়ে হল বার
       কিছুক্ষণ সব চুপ , তার পরে চিৎকার
      ভাবছি আমি সর্বনাশ , একি হল আবার
  কোন পাগল জুটলো এসে , পা এর কাছে আমার
    তার পর একটু থেমে , দুটি চোখ করে চার
      দেখি একি ,পাগলের মন্ত্রি-মন্ত্রি মুখ তার ।
    
     এবার বুঝেছি সব , বোঝার কিছু নেই আর
         তবে কি ছিল সেটা , মন্ত্রির চিৎকার
          এবার কি করি ? কোথা যায় ভাই ,
        চিঠি লিখি সাহায্যের , কার ঠিকানায়
       সারাদিন ভেবে ভেবে , উত্তর নাহি পাই
      শেষে কিনা চলতে হবে , তাদেরি কথায় ।

                      *****
                     (ধন্যবাদ)