সংগ্রাম যদি হয় জীবনের সাথে
শত্রুর সাথে করবে কি ?
বহিঃ শত্রুর মোকাবিলা করা সহজ
ভিতর শত্রুর ধরন কি!
সংসার বড় আজব জায়গা যৌথ পরিবারে
এক জন খুশি হলে অন্য জন হয় ব্যাজার
সামান্য বিষয় নিয়ে মন-মালিন্য বিবাদ
আবার অল্প সুখে বহে খুশির বন্যা,
ভালবাসার পাদটীকা যৌথ পরিবারে
একক পরিবারে যত কষ্ট মনের ভিতরে
ছোট্ট ছোট প্রতিযোগিতা যৌথ পরিবারে
সুযোগ বুঝে ঝগড়া বাধায় কুট কৌশলে।
মানব সভ্যতার সূতিকাগার যৌথ পরিবারে
সহবত আর নেতৃত্ব শিখে মনের অজান্তে
বর্তমানে যৌথ পরিবার নাই বলাই চলে
সবাই এখন স্বার্থ খুঁজে নিজের সম্পদ বলে।