গভীর রাত ধীরে ধীরে বাড়ছে শীত
হাতে খাতা কলম নিয়ে বসে আছি
কবিতা লিখব বলে!
কি লিখব মাথায় কিছুই আসছে না
হঠাৎ আমার মনিবের ফোন বেজে উঠল,
মোবাইলের পর্দায় হাস্য উজ্জ্বল ছবি!

ফোন ধরতেই ওপার থেকে বলে উঠে
কি করছো! তার ইচ্ছায় বেশী, বললাম
মাথায় কিছু আসছে না।
কি বলো! তোমার মাথায় কিছু আসছে না।
আমায় বিশ্বাস করতে বলো!
সে বিশ্বাস করে কলম হাতে ধরলে কিছু
না কিছু লেখা হবে!

বিশ্বাস কর আমি তো মানুষ ঐশ্বরিক কেউ নই,
অনেক কথা হলো, শেষে বললো দু-লাইন
লিখে ঘুমোতে যাবে কেমন!
আমি তোমার সাথেই আছি, মনে করবে!
মোবাইল বন্ধ হতেই লেখার চেষ্টা করলাম
কেন রেখে দিলে ফোন টা, তোমার কথায়
প্রেরণা যোগায় আমাকে, ত্রিরিশটা বছর দুই
দেহ এক আত্মা হয়ে বেঁচে আছি ধরায়।

মন আর দেহে প্রেম ও ভালবাসা লুকোচুরি
করছে, বার বার মনের আয়নায়, ফেলে আসা
স্মৃতি আমায় দোলা দিচ্ছে।
হারিয়ে যাচ্ছি সুদূর সীমানার ওপারে।