নিঃস্বার্থ ভালবাসার কোন গুরুত্ব নাই
পদে পদে হোঁচট খায়
যাদের মন সব সময়ই দোদুল্যমান
তারা সব সময় সন্দেহের মাঝে ভালবাসা খুঁজে।
নিজেরা খুব স্বার্থপর হয় সন্দেহের বাতিক মনে
যাকে তাকে সন্দেহ করে না বুঝে অপমান করে
অভিভাবক বা বন্ধু বান্ধব বাধা দিলে উত্তেজিত হয়
কোন কথা শুনে না এক রোখা স্বভাবের।
ভালবাসা প্রেম শুধু মানব জাতির অধিকার নয়
ধরিত্রীতে সকল প্রাণী কুলের ভিতর বিরাজমান
ভালবাসায় আনন্দ বেদনা সুখ দুঃখ লুকিয়ে থাকে
নিজের মনন দিয়ে অর্জন করতে হয়।
মনে হয় নিঃস্বার্থ ভালবাসা ঐ অপমান টুকুই
হৃদয়ে ক্ষরণ না হলে তো অপমান করা যায় না
স্বার্থপরতা এক ধরনের অসুখ ভালবাসায় বুঝে না
সহমর্মিতা, নিঃস্বার্থ দান, সমবন্টন অনেক গভীরের বিষয় ।
যতোই অপমান করুক, যতই ঘৃনা করুক আমায়
দেহে যতদিন প্রাণ আছে মানুষকে নিঃস্বার্থ ভালবাসব
আমাকে ভুল বুঝলে ও সরে আসবো না।