নিম্ন চাপের ঊর্ধ্ব গতি নদীর জল উথাল পাথাল
নৌকার মাঝি শক্ত করে ধরেছে হাল !
যাত্রীরা সব নৌকায় বসা চোখে মুখে মৃত্যুর আশংকা
ঢেউ’র সাথে নৌকা দুলে নদীর জল আছড়ে পড়ে।!
নৌকার মাঝি জোরসে বলে ভয় পাবেন না তুফান বলে
সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখেন তিনি করবেন পার
নিত্য দিন পারাপার করি জানের মায়া তুচ্ছ করে
তুফানের সাথে যুদ্ধ করি জীবন বাজী রাখি বার বার।,
নীল আকাশ মেঘে ঢাকা ইলিশে গুড়ি বৃষ্টির ঘন ঘটা
পুব হাওয়াতে নৌকা দুলে ঢেউ উঠেছে সমান তালে
মাঝ নদীতে নৌকা খানি জীবন মৃত্যুর হাতছানি,
বাচ্চা ছেলে ক্রন্দন করে মা রেখেছে বুকে জড়িয়ে !
নব বধূ নৌকার মাঝে বাঁচার জন্য আকুতি করে
শুকনা-ডাঙ্গায় বাড়ী তার নৌকায় ওঠেনি আগে
নৌকায় বসে তুফান দেখে আত্মা থাকে না দেহে
শক্ত করে পাটাতন ধরে উপুড় হয়ে শুয়ে পড়ে।
অবশেষে জীবন বাঁচে নৌকা এসে ঘাটে ভিড়ে
নৌকা ভ্রমণের নতুন অভিজ্ঞতা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে !