জীবনের ব্যস্ততা অজানা পথে যাই
প্রতিদিনের চলার পথে ব্যস্ততা তাই
যাওয়ার জন্য বিকল্প নাই, চলো রূপে অরূপে যাই
চলো যেতে যেতে নিত্য বিবর্তনে যাই
স্থির চিত্ত থেকে চঞ্চল চিত্তে স্বরূপে অরূপে যাই।
সময়ের স্রোতে কালের বিবর্তনে আমরা এতদুর এসেছি
বিবর্তনে নতুন জন্ম বিশুদ্ধ চিত্তে বার বার এসেছি ধরায়
ফলন প্রবণ দেহ, নিত্যবৃত্ত, নবায়িত মন, ভ্রমনে রত, আষ্টে পৃষ্টে
যুগল দেহ, জড়াজড়ি করে টের-কোটায় পুর্ন করে মধু নির্যাস স্খলনে
পরিপুষ্ট নতুন দেহ অবলীলায় আগমন ধরায়।
হাঁটি হাঁটি পা পা করে পুরো যৌবন বোধের ধরন
আকৃতি বদল সিদ্ধকাম মনি ঋষি বা বৈয়াকরণ
মুহূর্তের রথ যাত্রী, অনিত্য গড়ন, নীড় ভেঙ্গে
যাই সৃষ্টি কল রবে।
ভ্রমণ যাত্রা মরন যাত্রা নয়, মরন ভ্রমণ যাত্রা, জন্ম মৃত্যু
নির্ধারিত, দুই স্টেশন, মানুষ বদল যাত্রী,
রূপে অপরূপে দিগন্তে আসীন।