হৃদয় ভেঙ্গে যাওয়া মানুষ গুলো
হতাশায় ডুবে থাকে সারাক্ষণ!
বার বার অতীতে ফিরে যায়
বর্তমান কে ভুলে।
মনের আবেগ, বসন্ত, চাওয়া-পাওয়া
ঘুমিয়ে থাকে মনে!
নিজের প্রতি ঘৃণা জন্মে
স্মৃতির ক্ষণে ক্ষণে।
আনমনে সারাক্ষণ ভাবে একা একা
হৃদয়ে রক্ত ক্ষরণ ছট পটিয়ে মরা
জল শুকিয়ে যায় চোখের কোনে
কি জানি কি করে!
ভালবাসার অনলে পুড়ে দেহ হয় খাঁটি
মনের বাসনা হারিয়ে খুঁজে,
স্বপ্ন যে হয় মাটি।
টগবগে যৌবনে জমে যাওয়া পলি মাটি
মনের করিডোরে অষাঢ় দেহ,
রক্ত গোলাপের নতুন আগমন বার্তা
আঁকড়ে ধরে বাঁচার আশা।