আজকে যারা নেতা সেজেছে
কাল হবে তারা চোর
নীতি বাক্য ভুলে যাবে তখন
মগজে ঢুকে যাবে লোভ !
তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ
করছে বলছে কি ?
অসভ্য কথা মুখে বলছে দেয়ালে লিখছে “ছি”
মেয়েদের মিছিলে ধর্ষণের স্লোগান বাকী রইল কি
আগে এমন শ্লোগান শুনিনী “ছি”!
ভিডিও ফুটেছ, টিক টক ধারণ
একি বলছে একি করছে তারা দেখছি নয়ন ভরে
সভ্যতার পর্দা খুলে ফেলেছে রাজপথে
রুচি বোধের লেশমাত্র রইলনা আর বাকী
তারাই নাকি দেশ চালাবে শুনে চক্ষু দুটি আটি।
কাপড় জামা তারা পছন্দ করে না
জন্মের ড্রেস পরে করছে লজ্জার ভুষন
তরুণ প্রজন্ম এত নীচে নেমে যাবে
স্বপ্নে ও ভাবিনি আগে !
হায়রে বাঙ্গালী একি করলি
বাংলা মায়ের কাপড় খুলে নিলি
থাকলো বাকী কি?
তোরাই দেশের হর্তাকর্তা ভবিষ্যৎ দেখালি।