ভোরের সূর্য উঠে নতুন দিনের অপেক্ষায়
সদ্য শিশুর জন্ম আগামী দিনের আশায়,
কচি হাত নির্মল হাসি নিষ্পাপ শিশু
প্রতিদিন কানে কানে কথা বলে ঘুম ভাঙ্গায় কে ?
মানুষ স্বার্থ সিদ্ধির তরে কত পশু পাখি
গাছপালা কে বিসর্জন দেয়,
পৃথিবীর ভারসাম্য নষ্ট, আবহাওয়া বৈরী তবুও
আগামী পৃথিবীকে বাঁচানোর কোন প্রচেষ্টা নাই!
মানুষে মানুষে হানাহানি, ধর্মে ধর্মে বিভেদ
স্বার্থের কারণে দিশেহারা ! আধুনিকতার দোহায় দিয়ে
প্রাকৃতিক সম্পদ আজ ধ্বংসের মুখোমুখি !
আমি একটা সময় এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব,
তবে নব-প্রজন্মের কাছে কি বাসযোগ্য
পৃথিবী রেখে যেতে পারব !
সভ্যতার সামনে পৃথিবী আজ হুমকির মুখে দাঁড়িয়ে !
প্রয়োজনের বেশী প্রাকৃতিক সম্পদ ব্যবহার হচ্ছে
নতুন প্রজন্মের জন্য বিপদ জনক আমরা কি কখনো মনে করি!
আগামীতে মানব প্রজাতি কি পৃথিবীতে থাকবে !