ভালবাসার মানুষ যখন দুরে চলে যায়
বুকের ভিতরটা খালি হয়ে যায়,
না যায় বলা, না যায় সওয়া
অপেক্ষার প্রহর গুনি আসে না তবু ফিরে!
ভেবে ভেবে দিন চলে যায় আসে যখন রাত
যোগাযোগের মাধ্যম নাই উল্টো ধরে রাগ
কেন তারে ভুলতে পারিনা সবই মনে হয় রাত!
স্বাধীন চেতা মানুষ তিনি আটকে না বন্ধনে
গান সুর আর দোতারা যেন আছে সব খানে
মাঝে মধ্যে উধাও তিনি থাকেনা কোন ঠিকানা
মনের ভিতর উথাল পাথাল মন যে মানে না।
স্বাধীন চেতা দেখেই তারে ভালবেসে ছিলাম
এখন কেন রাগ হয়ে যায়, বুঝায় কেমন করে
স্বার্থ যখন মনের মাঝে সন্দেহ করি তারে
তিনি আমায় ছেড়ে গেলেও ভালবাসব তারে!
দহিত হই হৃদয়ের মাঝে পথ পানে চেয়ে
আসবে তুমি বলবে তুমি ভালবাসার কানে
কেন তুমি যন্ত্রনা দাও যন্ত্রনা কি তোমার মনে।