আকাশের তারা খসে পড়ে নীল আকাশের বুকে
যা ভালবাসায় মুড়ানো থাকে,
মেঘের সাথে মেঘের ভাব নীল আকাশে ছড়িয়ে
ভালবাসার উষ্ণতায় একে অপরকে জড়িয়ে,
বৃষ্টির বারিধারা ধরার মাঝে লুটিয়ে পড়ে পুর্ণতায়।
প্রতিদিন কাক ডাকা ভোরে শিউলি ফুল কুড়ানো র ছলে
তোমাকে দেখতে পাওয়া,
হৃদয়ের তৃষ্ণা মিটানোর আশায় কাছাকাছি আসা
মনের কথা কখনও বলতে পারিনি,
বিনি সুতোর মালা গেঁথে নিজেকে তৃপ্ত করা।
তুমি কোন দিন আমায় বুঝলে না, আমি কি চায়!
হৃদয়ের দুর্বল জায়গায় তাকিয়ে ও দেখলে না,
আমি বুঝি! তোমার ভালবাসার যোগ্য নয়!
শুধু আমাকে শান্ত করার জন্য তো বলতে পার
জানি! তুমি দুর্বল হয়ে যাবে।
আমি প্রকৃতি কে জিজ্ঞাসা করি, উড়ন্ত বলাকা কে
জিজ্ঞাসা করি, সবশেষে মনকে জিজ্ঞাসা করি,
কিন্তু তোমাকে বলতে সাহস করি না কেন ?
যদি তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও,
তবুও দূর থেকে ভালবেসে যাব!