বেকার জীবনের যদি গতি না হয়
রোজগার যদি সামান্য হয়,
বাবা মা যদি আমায় ত্যাজ্য করে
থাকার ঘর যদি না থাকে,
আত্মীয়-স্বজনের যদি বিমুখ হয়
সাফল্যের শিখর থেকে যদি ছিটকে পড়ি
সে দিন কি তুমি আমায় প্রথম দিনের মত
ভালবাসবে!

আগের মত তুমি কি বট গাছের তলায় বসে
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করবে!
প্রতিদিনের মত আমার কাছে এসে সেই মুচকি
হাসি হাসবে!
যদি তুমি বাস্তব কে মেনে নিতে না পার, তবে কেন,
কিসের তোমার ভালবাসা!
মনের ভিতরে দুরভী সন্ধি লুকিয়ে রেখে ভালবেসে ছিলে
সকলের সামনে বেরিয়ে আসবে.......!

তুমি আমায় ছেড়ে গেলেও থাকবে আমার মনের মনি কোটায়
ভুল মেয়েকে ভালবেসে ছিলাম যন্ত্রণার আগুন হয়ে জ্বলবে।