শোয়ার ঘরে বিছানা টান টান থাকবে
এমনটা ভাবা ঠিক নয়!
মানুষ আর বিছানার মধ্যে পার্থক্য
অ-নে-ক......!
অচেতন বিছানার মাঝে ঢেলে দেয়া যায়
শরীরের নির্যাস এক ফোটা জল।
ক্লান্তি মুছে দেয় মমতার আঁচল, বুকে
টেনে নেয় প্রেমিকার উষ্ণ দু’হাত,
কামনায় দু’হাত বাড়িয়ে রাখে দিন ও
রাত্রি কে তোয়াক্কা না করে।
পরিপাটি বিছানা দূরত্ব তৈরি করে
এলোমেলো থাক না ভালবাসার অনলে।