ভালবাসা, আমার কাছে ভাল থাকার সূত্র
বেঁচে থাকার ট্যাবলেট!
ভালবাসা আমার কাছে ব্যাক-সীনের সাদা পর্দা
যখন যার সাথে ভালবাসা হয়,
সাদা পর্দার রং তুলি দিয়ে এঁকে রাখি মনের মাধুরী দিয়ে।
শিশু কালে মায়ের কোল আর বাবার এগিয়ে দেয়া হাত,
কৈশোরে ডান পিটে জীবন, লাটিম আর ডাংগুলি খেলা
গোপনে মায়ের তহবিল থেকে পয়সা চুরি করা
বন্ধুদের নিয়ে বার ভাজা আর পছন্দের জিনিষ কিনে খাওয়া।
যৌবনে হন্যে হয়ে মনের মানুষ প্রেমিকাকে খুঁজে ফেরা,
পরিণত বয়সে প্রথম সন্তানের নিষ্পাপ হাসি মুখ,
এ ধরনের অনেক ছবি মনের পর্দায় এঁকে রেখেছি স্ব-যতনে!
এখনও আমার চারপাশে যাদের সাথে চলছি,
তাদের অবয়ব এঁকে রেখেছি প্রেম ও ভালবাসার বন্ধনে।
জীবনকে ভালবেসে বেঁচে থাকার আশায়,
এভাবে প্রেম ও ভালবাসার সংজ্ঞার বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে চায়!