নীল আকাশ ময় তপ্ত বালু কণা ছড়িয়ে ছিটিয়ে
পড়ে আছে !
বালুকনার ভিতর থেকে লাল আভা ফেটে
বেরিয়ে পড়েছে চারিদিকে।
তুমি ভারী অভিমানী সারাদিন একবার
খোঁজ নিলে না আমার।
প্রকৃতি দেখ আমার দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছে।
চারিদিকে শূন্যতা রাতের প্রকৃতি অভিমান করে আছে
ঠিক তোমার মতন!
প্রেয়সী আমি যে তোমায় বড্ড ভালবাসি।
প্রকৃতি কে সাক্ষী রেখে আমার না বলা কথা
বিরতিহীন বলে যাচ্ছি,
মনের কষ্ট দুঃখ একটু হালকা হবার আশায়!
তুমি ভালো থাকো।