রাতের অন্ধকারে জোনাকিরা জ্বলে নিভে
চোখ মেলে দেখি আর ভাবি,
হৃদয়ের ভাবনা গুলো যেন জোনাকির
জ্বলা আর নিভার মত মাথায় ঘুরপাক করছে,
কত আশা কত নিরাশা বুকের পাইব লাইনে
জমা বহিরাগমনে বাধা।

বাড়ীর কে কোথায় জানি না,
জানি আমি ছাদের কিনারায় একা আর চিন্তার ঝাঁপি,
দিন যায় রাত আসে দেশের অনেক মানুষ
পেট পুরে খেতে পায় না, ফুট পাতে ঘুমায়
নিজের ঘর বাড়ী নাই।

অন্তর জ্বালায় জ্বলি আমি উপায় নাহি পায়
ওদের জন্য করবো কিছু সাধ্য আমার নাই,
অধম আমি, নির্বোধ আমি মনে মনে ভাবি
রাতের আঁধার, আকাশের তারা, কীট পতঙ্গ
কে শুধায়, কোন সদ উত্তর নাই।