ভাবনা মানুষ কেন ভাবে
বলতে পার কেহ!
সুখে ভাবে না দুঃখে ভাবে
আন্দাজ করতে পার।
প্রতিটি মানুষের জীবনের ভাবনা
তার মত করেই ভাবে !
নর বা নারীর বিভক্ত ভাবনা নয়
হতে পারে সুখের বা দুঃখের!
ভাবনা মানুষের মন ও দেহের
বিকাশ ঘটায়!
কেমন করে তুমি নিজেই ভাব,
ভাবনা শব্দটা খুবই কমন !
ভাবনা ছাড়া মানুষের জীবন অচল
ভবিষ্যৎ ও পারবে না।
তবে মানুষের জীবন থেমে গেলে
ভাবনা যাবে থেমে,
সবাই তখন ভাববে তুমি মৃত!