ভবের এই দুনিয়াতে সকল কিছু মায়ার জাল
মায়ার জালে জড়িয়ে ভবে সকল কিছু তাল বেতাল
আজ যাবে না কাল যাবে না যাবে তুমি চলে
সব কিছু রয়ে যাবে ভবে, একলা যাবে চলে ।

একই ভ্রুণে জন্ম মোদের নোংরা জলের তলে
দু’দিনের এই দুনিয়াদারি কুলের বিচার করো
কোথায় ছিলে কোথায় এলে ভবের মাজারে
ভালবাসায় জড়িয়ে গেলে গোলমালের এই ভবে।

ভালবাসার অন্দর মহলে লুকিয়ে রাখি তোমারে
হঠাৎ এসে কেউ কেড়ে নিবে তোমারে
অন্তর দহনে দহিত হব কেউ বুঝবে না আমারে
কোথায় খুঁজি, কোথায় পাব, আর কি পাব তোমারে।

বিধাতার বিধান এমন পুরুষ মহিলার জন্ম যেমন
ভালবাসার গহীন জলে উপুড় হলে তুমি
জন্ম নিলো নতুন সন্তান পুরুষ কিংবা রমণী
পরিবারের মায়ার বাঁধন ছেড়ে যেতে যায় না মন
ডাক আসিলে পর পারের কেউ রুখবে না তখন!