কদম গাছের পাতার ফাঁকে ঝুলে আছে
ঝক্ ঝকে পূর্ণিমার চাঁদ!
বিনিদ্র চোখ পূর্ণিমার চাঁদ জানালায়
চাঁদের আলোর শিশিরের মিতালী
উঁকি দিয়ে যায় হৃদয়ের গহীনে!,
অন্তর আর বাহিরে রুপালী আগুন
হৃদয়ে সুখ আসে শিশিরের প্রতিবিম্বে
উজ্জ্বল আঁধারে!
সন্ধ্যা রাতের কোলাহল ভেঙ্গে নিসুতী রাতে
তুমি চেয়ে আছো আমার চোখে অপলকে,
অর্ণিবান মঙ্গল প্রদীপ জ্বলে হাজার বছর ধরে ।