আজ সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার
অন্যান্য দিনের মত অফিসের তাড়া নেই,
ভেবেছিলাম সকালে আরাম করে ঘুমাইব
কিন্তু কি বলুন তো! ঐ যে অভ্যাস!
আমার পরিবার আছে, কিন্তু থেকে ও নেই
তবে দায়িত্ববোধ আছে, একাকীত্ব, বিষাদ
আর শুণ্যতা চারিদিকে ছেয়ে আছে !
তাদের নিয়ে আমার বসবাস।
অজানা এক অরণ্যে বসবাস আমাদের
কাছাকাছি থেকেও মনে হয় অনেক দুরে,
মোহ জাগানিয়া প্রণয়ের ডাকে ছুটে চলা
অনন্ত হীন ছায়াপথে একাকী পথ চলা পথিক!
মানব জীবনের সব থেকে দামী তার আত্মা, কোন
দিন তাকে কষ্ট পেতে দেয়নি, তবুও সে আমায়
ছেড়ে যাবে নিয়তির খেলায়, শত চেষ্টা করলেও
চলে যাবে, না বলে কোন কথা।
নিঃসঙ্গতার আঘাত আমায় ক্ষত বিক্ষত করে
পাহাড়সম দুঃখে জর্জরিত তবুও বিষ্ফোরিত হয়না,
গভীর ব্যথা নীরবে ঝর্ণা ধারার মত প্রবাহিত হয়
প্রকৃতির নিয়মে নারীর ঋতু কালীন স্রাবের মত !
যার হয়-----সেই কেবল বুঝতে পারে !