আয় না তবে খেলা করি মনের উল্লাসে
দ্বিধা দ্বন্দ্ব দুরে ঠেলে মনের হরষে,
সঁপিনু তোমার মনের কোণে,
এখানে বা অন্য কোন ক্ষনে।
রুপালী পর্দায় তোমাকে দেখা,
হৃদয়ের দরজার কাছে পাওয়া,
স্পর্শ করতে সাধ জাগে,
স্বপ্ন বুনে যায় নিজের জালে।
ভাবিনি কখনও প্রকাশ হবে দু’জনার ভালবাসা
ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত মোরা,
অস্বীকারের মাঝে স্বীকার আছে,
আছে আমাদের ভালবাসা।
পরি র মত চেহারা তোমার
পর্দার আড়ালে ঢাকা,
জনগণ এখন দেখবে তোমায়
খল চরিত্রে বসা
কাছের মানুষ দুরে গেছে,
গ্রহণ করেছে রস।
গ্রামের স্মৃতি ভালই ছিলাম মোরা,
শহরে এসে বি ভেদে পড়ি,
রাজনীতিতে রাজ আছে,
ধনী নাই ঢাকায়,
দু’জনে এখন বিপদে পড়ে কারাগারে কাটাই।