পড়ন্ত বিকেলে সুর্যর তেজ বিষ্ময় করেছে আমায়
পথের ধারে গাছের সারি সূর্য রশ্মি খেলছে হেথায়
আলো ছায়ার ছায়া তলে মন ব্যাকুল ছুটে চলে
দুরন্তপনা কিশোরের দল আলিঙ্গনে ছায়া তলে।
প্রকৃতির প্রকৃত রূপ হারিয়ে খুঁজে নিজের সুখ
আশ্বিনের মধ্য সময়ে শীতের আমেজ নাহি আসে
চৈতের হাওয়া লাগছে বুকে হাহাকার করে শীত
প্রকৃতির উল্টো চরিত্র ভাবিয়ে তোলে নৃ-জাতির গতি!
বর্তমান শতাব্দী প্রযুক্তির মিছিল প্রকৃতি কে করছে ধ্বংস,
প্রকৃতির বিরূপ আচরণ জীবকুলে অসহায় বরন
সভ্যতার ছেড়া পাল তরুন প্রজন্মকে করছে বেহাল
অভিভাবক হত-বিহ্বল লাগামের গোড়া ছেড়া!
জীব কুল মানিয়ে নিতে মরিয়া প্রকৃতির প্রতি কুল
ধীরে ধীরে সহনীয় হবে প্রযুক্তি হবে নির্ভর
ভালবাসা শব্দ চয়ন হৃদয় হবে ফাঁকা, আবেগের
জায়গা কোথায় সবই হবে ফাঁকা!
পৃথিবী থাকবে পৃথিবীর মত শান্তি যাবে বিসর্জন
মানুষ হবে অলস প্রকৃতির ভালবাসা কুঞ্জন
দৈহিক ক্ষুধা মিটবে পর্দায়, আনন্দ পাবে চোখে,
দেহের রস দেহে ই রবে হিংস্র হবে শেষে।