অভাবের চাবুক হৃদয়ে রক্ত ক্ষরণ হয়
না যায় কাউকে বলা না যায় দেখানো
চারিদিকে আনন্দের উদ্যম নৃত্যে যারা
মন ভেঙ্গে যায় জোড়া লাগানো কষ্টসাধ্য !
খণ্ড খণ্ড কাঁচের টুকরা র মত গ্রন্থি
ছড়িয়ে ছিটিয়ে আছে হৃদয়ের গহীনে
কখনো কি প্রয়োজনে সোজা হয়ে দাঁড়াবে
জীবন যুদ্ধের ক্ষণ গনণায় পিছনে ফিরে দেখি
উদ্যমী পুরুষ গুলো অভাবের জ্বালায় নুইয়ে পড়েছে !
অদৃশ্য হাত ক্রেন দিয়ে টেনে হিঁচ্ড়ে মাটিতে ফেলেছে
ব্যক্তিত্ব নামক অমূল্য সম্পদ ধুলোয় গড়াগড়ি করছে
বিপদে অন্য কাউকে সঙ্গী হিসাবে পায় না
দুঃসময়ে বড় একা হয়ে যেতে হয়......................
এটাই কি নিয়তি এটাই কি ভবিতব্য !