ভেঙ্গে ফেলা হচ্ছে বড় বড় অট্টালিকা
হতাশায় দাঁড়িয়ে দেখছে অট্টালিকার মালিক
শোকে পাথর হয়ে গেছে,
এক খন্ড জমি, মাথা গোঁজার ঠাই।
সেই টুকু আজ হারিয়ে যাচ্ছে.........।

ইছামতি নদীর পাড়ে তাদের বসত বাড়ী,
মনের আনন্দে বাল্য কালে কতো না সাঁতার কেটেছে
সেই নদী ছোট হতে হতে শুধু নর্দমার খালের
মত হয়ে গেছে।

ক্রয় করা জমি, দলিল দস্তাবেজ সবই আছে,
কোন কথায় শুনে না দেখে না প্রশাসন
ভেঙ্গে ফেলছে সবার মাথা গুজার ঠাঁই টুকু,
তারা যাবে কোথায় খাবে কি !

মামলা করা হলেও উকিলী মার প্যাঁচে হেরে
হয়েছে ভুক্ত ভুগীরা সবাই নিঃস্ব  
প্রশাসনের কোন মাথা ব্যথা নাই ভাগাভাগিতে ব্যস্ত।