আমি তোমাকে বন্ধু বলে মানি তুমি আমার সমালোচক
আমি তোমাকে বন্ধু বলে মানি তুমি আমার বিরুদ্ধাচরণ কর।
তোমাকে প্রকৃত বন্ধু বলে মানি তুমি আমার প্রতিটি কাজে
চুলচেরা বিশ্লেষণ কর!
যারা আমার কাজ ভাল আর মন্দ ভাগ করে না
তারা আমার প্রকৃত বন্ধু হতে পারে না।
যারা আমার চার পাশে ঘুর ঘুর করে সকলের সামনে
বাঁধ ভাঙ্গা প্রশংসা করে তারা আমার বন্ধু নয়
মনিষীরা বলে তুমি তখনই প্রকৃত মানুষ হয়ে উঠবে
যখন তোমার কাজের সমালোচনা হবে, বিরোধীতা
করবে, তোমার কাজের শক্ত বাধা আসবে আর সকল
প্রতিকুলতাকে জয় করে তোমার লক্ষ্যে পোঁছাবে।
বাড়িয়ে দাও তোমার হাত প্রকৃতি ও মানুষের ভাল
কাজের জন্য! খুঁজে নিয়ো ভাল আর মন্দের ফারাক
সংক্ষিপ্ত জীবনে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখ অন্যায়ের
বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, তুমি শ্রেষ্ঠ জীব।