অবিনশ্বর যদি মানব প্রজাতি হতো
সত্য আর মিথ্যার কি প্রভেদ থাকত!
প্রতিদিন খুন, ধর্ষণ, বিভেদ আর স্বার্থ
পরতার খবর আসে পত্রিকার পাতায়
অন্তরের জ্বালা কষ্ট ব্যর্থতা না পাওয়ার
কষ্ট কি প্রকাশ পায়।
ছায়ার তলে দাঁড়িয়ে তুমি স্পর্শ করতে চাও
আমি রাজি হয়নি বিবেক বাধা দিয়েছে
এভাবে দিন মাস বছর কেটে গেছে কিন্তু
তোমার অভিলাষ পুরুন হয়নি, অতৃপ্ত
তোমাকে তাড়া করে ফিরে, বার বার।
প্রেমে কাম ভাব আঁষ্টে-পৃষ্ঠে জড়িয়ে
আছে, না পাওয়ার বেদনা ও প্রেমের
ব্যর্থতা যৌবিক চাহিদার স্ফুলিঙ্গে বাধা
সহ্য করা কঠিন তবুও নিজেকে নিয়ন্ত্রণ
করেছো, কিন্তু ভালবাসা হারিয়ে যায়নি।
আজ সেই মহেন্দ্র ক্ষণ তোমার দেহে
আমার দেহের সমারপন মিশে একাকার
হয়ে গেছে, কোন বাধা বিপত্তি নেই!
মৌমাছির মত মধু আহরনে পরিনয়ের
ঘটে জ্যোৎস্না স্নাত রাতে,
তুমি থাকবে অন্তরে বহতা নদীর মত।