অন্ধকারে হাতড়ে বেড়ায় তোমাকে……
মনের গহ্বরে প্রজ্বলিত শিখা,
মশারা চুপি চুপি কানে বলে উদ্বিগ্ন কেনো
মনের কপাট খুলে দু’হাত বাড়িয়ে দাও!

পায়ে পায়ে জড়িয়ে যায় অন্ধকারে  
ঘরের কোনে বিড়াল ডাকে করুন সুরে
বিচলিত মন তোমার স্পর্শ পেতে চায়  
মনের ভাবনা গুলো বার বার ঘুরপাক খায়।

সব যেন গা সওয়া হয়ে গেছে আমার
বোধ, বুদ্ধি, সহমর্মিতা হারিয়ে ফেলেছি
কিন্তু তোমার অস্তিত্ব গিলে খায় মোরে
খোলা আকাশের তারার মেলা গুনে
চলেছি যত!

সংসারে সব কিছু আগের মতই আছে
স্নেহ, ভালবাসা, উচ্ছ্বাস যেন গেছে বন বাসে!
কাগজের ফুল ফুটে আছে ফুলদানী তে,
প্রতিদিন হুইল চেয়ারে বসে কল্পনায় ভাবি
তুমি আসবে বলে!