অপেক্ষায় প্রহর কেটে গেল
তুমি আসবে বলে অপেক্ষা
নির্ঘুম রাত চাঁদের আলো
ফিরে নিয়ে যায় কৈশোরে!
তুমি আমায় কথা দিয়েছিলে
আমায় ছেড়ে কোথাও যাবে না
তার আগে যেন তোমার মৃত্যু হয়
ছাত্র জীবন শেষ হয়েছে আমার!
যখন তোমাকে নিজের করে পাব ভেবেছি
ঠিক তখনই তুমি অন্য কারো হৃদয়ে
এত তাড়াতাড়ি ভুলে যাবে আমায়
আমি স্বপ্নেও কোন দিন ভাবিনি।
তুমি আমায় আসতে বলে এলে না
আমার কষ্ট টা তোমার কাছে খেলা
কৈশোরের প্রেম কি আমি ভুলে যাব
তুমি আমায় ভুলে গেলে কিন্তু আমি !