আমি যখন তোমাতে হারায়
সব কিছু ফিরে পায়!
আমি যখন আমাতে হারায়
সব যেন গুলিয়ে যায়।

আকাশ যেমন নদীতে লুকায়
আলোর মাঝে অন্ধকার হারায়
মেয়েরা যেমন মাতৃত্বে হারায়
তেমনি মালি হারায় বাগানে!

ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম
এখন থেকে তোমাতে হারাব!
যেমন করে দিবা হারিয়ে যায়
রাতের অন্ধকার কোলে!