সেই ছোট বেলা থেকেই তোমাকেই ভালবেসেছি
ভালবাসার অর্থ তখন বুঝিনি
অন্তরের ভিতর লালন করেছি তোমায়
গভীরতা না বুঝেই
তোমার চোখে আমার স্বপ্ন গুলি
আঁকার চেষ্টায় থাকেছি সারাক্ষণ
চোখের ভাষা না বুঝেই
তোমার মাঝে নিজেকে সমরপন করেছি
সমরপনের অর্থ কি তা না বুঝে
আমার আনন্দ, হাসি-কান্না, ভাল-মন্দের মূলে
তোমাকে খুঁজে পায় বারবার!

তোমার চোখে আমার জীবন দেখেছি
দেখেছি মরন ও
সুখের সাগরে ভেসেছি আমি নরক যন্ত্রনা তে ও ভুগেছি
তুমি সাথে থাকলে
অসম্ভব কে জয় করে ফিরেছি বীরের বেশে
আবার তুমি কাছে না থাকলে হতাশার অতল গহ্বরে
তলিয়ে গেছি আমি !
অপেক্ষার প্রহর গুনতে গুনতে তুফান তুলেছি হৃদয়ে
হারানোর ভয়ে কুঁকড়ে থেকেছি অহর্নিশি!  
সব কিছুকে দুরে রেখে তোমার হাত ধরে বেঁচে থাকতে চাই।