আমি আঁকিয়ে নই, তবুও স্বপ্ন লোকে
রং তুলি হাতে আঁকিয়ে শিল্পী!
রং তুলিতে আঁকি তোমার দেহের পল্লব,
শরীরের ভাঁজে ভাঁজে বিশেষ অঙ্গ,
কই কথা বল না তো!
পুনাঙ্গ জল ছবি এঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে
দেখি তোমায়, কই কথা বল না তো
মুচকি হেসে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে
কি যেন দেখছ আমায় বল না তো!
স্বপ্নের রাজকন্যা তুমি কি স্বপ্নেই থেকে যাবে!
অফ্পসরা হয়ে কখনো ধরা দেবে না,
আমি যে ব্যাকুল হয়ে পথ চেয়ে বসে আছি।
মন চায় মৌমাছির মত উড়ে যায় তোমার কাছে,
তোমার রঙ্গিন ঠোঁটে বসে এঁকে দিই আমার চুম্বন,
ইচ্ছে করে নাভীর নীচে এঁকে দিই দুই ঠোঁটের ছাপ।
কি! মামলা করবে, মানহানীর! কার বিরুদ্ধে
আমার বিরুদ্ধে, আমি রাজি আজীবন তোমার
জেল খানায় কয়েদী হয়ে বাকী জীবন টা
কাটিয়ে দিব!
কি! নিবে তো আমায় তোমার জেল খানায়।