মনের ভিতর অনেক প্রশ্ন
করছে আনা গোনা;
খুঁজে ফিরি উত্তর মিলে না।
কিড়ি পোকা কাম্‌ড়ায় যখন!
উত্তর খুঁজি মনে।

লোকে বলে তুই যে বোকা
প্রশ্ন করছিস ক্যান!
দিন যায় রাতের পেটে
সূর্য উঠে নিজে থেকে
দিনের বেলায় মানুষ ভবোঘুরে
রাতে ক্লান্ত দেহ ঘুমিয়ে পড়ে!

মানুষ মরলে বিদেহী আত্মার
শান্তি কামনা করে!
মৃত দেহের কোন দাম নাই
সকলে কি তাই মনে করে?

নির্বাচনে পাশের ফলাফল  
আনন্দ মিছিল করে,
দুই দিন পরে হারিয়ে যায়
চাটু কারদের দলে ,
প্রতিশ্রুতি মুখের বলি
পাশ করলে সব যায় ভুলি।

উন্নয়নের টাকায় পকেট ভরে
যেমন তেমন কাজ করে,
সামনের নির্বাচনে খরচ করবে
এই কথা মাথায় রাখে!

ভোট বিক্রি করে পয়সা পাব
ভোটের বাক্স ভরে দিব,
আমার ভোট আমি দিব
পয়সা পেলে তাকেই দিব ।

আদর্শের ধার আমি ধারি না
অভাবের তাড়নায় সুযোগ ছাড়ি না,
পাশ করলে আমায় চিনে না,
প্রয়োজন পড়লে পাশে পায় না।

শহীদ নূর হোসেন, বুকে লিখেছিল
গণতন্ত্র মুক্তি পাক, পিঠে লিখে ছিল
স্বৈরাচার নিপাত যাক।
বলতে পার! আমরা এখন কোথায় আছি?