সর্বদা তুমি আমায় ভালবাস আমি জানি
চোখের আড়ালে খোঁজ রেখেছো মানি
কই কখনো তো মুখোমুখি হলে না
মাঝে মাঝে আমিও কেন আনমনা হই!

বাতায়নে গোপনে দাঁড়িয়ে থাক তুমি
প্রতিচ্ছায়া আমার হৃদয়ে শিহরণ জাগে
অজান্তে তোমায় দেখার আকুতি মনে
কি যেন তাড়া করে ফিরে আমায় বুঝি না।

অন্ধকার যখন ঘনিয়ে আসে রাত যখন নিশুতি
তুমি কেন আমার মনের চারিপাশে আঁষ্টে পৃষ্ঠে ঘুরো
নিজের ছায়ার সাথে হয় আমার কথোপকথন
ফিরাইতে পারি না তোমার ছায়া কে !

বুকের মাঝে সমুদ্রের ঝড় উঠে জলোচ্ছ্বাসের পূর্বাভাস
যেন তোমার বুকে মাথা রেখে বাঁচার আকুতি
রাত তখন ভোর হয় দু’চোখ জেগে থাকে পাহারায়
জানি না এটাকে ভালবাসা বলে কি না..................
আমি কি তবে তোমার প্রেমে আটকা পড়েছি।