তুমি আমাকে ঘৃণা করো
করো! আরো ঘৃণা করো
অমৃত ভেবে করবো আমি পান!

তুমি আমাকে আগন্তুক মনে করো
কোন অসুবিধা নাই, বুঁদ হয়ে দেখবো
তোমার চাঁদ মুখ !

তুমি আমাকে তাচ্ছিল্য করো,
অবিশ্বাস করো সারি সারি
কালের গর্ভে আমি পিপাসিত প্রেমিক,

তপ্ত বালুচরে এক ঝলক বৃষ্টি তোমার দৃষ্টি
ভেঙ্গে যাক সাধকের ধ্যান,
তবুও মরু দানে সাজিয়ে রাখবো
তোমার ঘৃণার বহর !

আড় চোখে দেখছ আমায়
কোন অসুবিধা নাই, তবুও তুমি দেখ!
আজন্মকাল বুভুক্ষু প্রেমিক আমি,
লজ্জাবতী পাতার মত গুটিয়ে আছি
তুমি স্পর্শ করলেই জেগে উঠবো আমি।