টোকাই নামের পথ শিশু
নাম দিয়ে ছিল বিখ্যাত কার্টুনিষ্ট রনবী
পৌষ মাসে শীতে কাঁপে দেখার কেহ নাই,
দিন চলে যায় হেলা-ফেলায় রাতে শীতের কষ্ট!
ফুটপাতে ঘুমায় তারা স্টেশনে কষ্ট,
পুলিশ মামা বেজায় খারাপ তাদের প্রতি রুষ্ট!
গরম কাপড় সোনার হরিণ কল্পনা তে থাকে
বড় লোকের কাপড় দেখে চোখের জ্যোতি বাড়ে।
ডাস্টবিনে খাবার খুঁজি কুকুর বিড়াল সাথে
মানুষ হয়ে জন্ম নিলাম সভ্য হলাম না সাথে
টোকাই কেন হলাম আমরা মাথায় প্রশ্ন ঘুরে।
দিন চলে যায় কোন মতে, রাতের বেলায় কষ্ট
মানবতায় হাত বাড়ায় না কেহ টোকাই শিশুর কষ্ট!
মানবতা মরে গেছে মানুষ সবাই রুষ্ট।