তোমার ছবির পাশে বসে ভাবছি আমি মনে মনে
অনেক কিছু বলবো তোমায় তুমি নাই কাছে
সারা দিনের কাজের ফাঁকে স্মরণ তোমায় করি
উৎসাহ আর উদ্দীপনায় নিজের কাজ করি।
সকাল বিকাল সন্ধ্যা সাঁঝে মনের ভিতর খটকা বাজে
দেশের এখন দুরবস্থা নীরব ঘাতক করছে হত্যা
অন্ধকারে পথে হাঁটে বাধা দেয়ার পথের খোঁজে
ট্যানেলের মুখে বিন্দু আলো আশার প্রদীপ জ্বলে।
কালে কালে যুগে যুগে অনেক বিপদ এসেছে ধরায়
মানব মস্তিষ্কের উর্বর চিন্তায় বিপদ গেছে যাদু ঘরে
ধরায় এখন বড় বিপদ ঘাতক ভাইরাস চারিদিকে
মানব মস্তিষ্ক চিন্তায় মগ্ন বেড়া দিবে কোন পথে।
শুরু থেকে চেষ্টায় রত দিন চলে যাচ্ছে শত শত
এ বলে আমি পেয়েছি ও বলে আমি পেয়েছি,
কি পেয়েছে তাই জেনেছি !
ছবির পাশে আমি একা ভাবছি দেখ বোকা বোকা।
( করোনা র ভয়াবহ তাকে কেন্দ্র করে গত ১৪.১০.২০২০ইং তারিখ কবিতাটি লেখা )