ভীষণ গরম পড়েছে আজ।
প্রকৃতির আজ মন খারাপ
এই রোদ্দুর এই বৃষ্টি ভাব
রাস্তায় বেরুলে পিচের গরম
শ্বাস-প্রশ্বাস করছে হরন!
শ্রমিকদের শরীরে ঝরছে ঘাম
কোদাল দিয়ে করছে কাম,
পিপাসায় ছাতি ফাটে
জলের আশায় বসে আছে,
মালিক পক্ষ বেজায় রাগ!
রাখাল বালক গাছের তলায়,
আরাম করে গাছের ছায়ায়
রোদের তাপে জীবন নষ্ট,
কেউ বুঝে না শ্রমিকদের কষ্ট,
কাজ করলে পেটে ভাত,
না করলে ভুখা থাক!
মালিক পক্ষ স্বৈরাচার সকল
কাজ বুঝে চায়!
টাকার হিসাবে ভিষন কৃপণ
কম কাজে পয়সা হরন।
গরীব হওয়া ভীষণ পাপ
দিনে রাতে না খেয়ে থাক।