সবাই খুঁজে আপন জন, আপন জন
রক্তের সম্পর্ক থাকলে কি আপন হয় !
নেতৃত্ব দেয় ভালবেসে জনগণের ভাগ্য উন্নয়নে,
জীবন যাত্রার মান বদলের জন্য।
কিন্তু মজার বিষয় যখন কোন অনুদান বা
কোন কিছু দেয়ার সুযোগ আসে তখনই খুঁজে
নিজের লোক বলতে আপন জন, রক্তের সম্পর্ক,
এখনকার নেতৃত্বের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে!
ছোট বেলায় দেখেছি, নেতা সেই হতো
নিজ স্বার্থ ত্যাগ, কষ্ট সহিষ্ণু, অন্যকে দেয়ার,
প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে
জনগণের সেবা করার ব্রত নিয়েছিল !
এখন নিজের সুবিধা ছাড়া অন্য কিছু বুঝে না।
আপন আপন খেলা, আমি আপন, তুমি আপন
আমরা কি সবাই আপন ! সামনে আপন, পিছনে আপন,
ডানে আপন, বায়ে আপন, বিপদ যখন তোমার আপন,
চারিপাশে থাকবে না কেউ আপন।