আমি ভাল নেই শুধুই টেনশন আছি
অফিসের বড় কর্তার খারাপ ব্যবহার
টেনশনে আছি,
বাড়িতে স্ত্রীর চাহিদার তালিকায়
টেনশনে আছি,
পথ চলার পথে দীর্ঘ জ্যাম
টেনশনে আছি,
যুবক সমাজ নেশা গ্রস্থ্ হয়ে পড়েছে
টেনশনে আছি,
রাস্তা ঘাটে বাসে ট্রেনে নারীরা ধর্ষিত হচ্ছে
টেনশনে আছি,
রাজনৈতিক নেতারা খুন-খারাবি তে যুক্ত থাকে
টেনশনে আছি,
অফিস আদালতে যত্রতত্র ঘুষের লেনদেন
টেনশনে আছি,
হাসপাতালে ডাক্তারগন ডাকাতের ভূমিকায়
টেনশনে আছি,
পুরুষ মহিলা পরকীয়ায় দিনে দিনে ডুবে যাচ্ছে
টেনশনে আছি,
প্রতিদিন নেতা-নেত্রী রা মিথ্যা আশ্বাস দিচ্ছে
টেনশনে আছি,
উন্নত দেশ একে অপরের যুদ্ধের মহড়া দিচ্ছে
টেনশনে আছি,
করোনার প্রভাব চারিদিকে, মুক্তির পথ খুঁজছি
টেনশনে আছি,
সুস্থ শরীরে, সুস্থ মষ্কিস্কে বেঁচে থাকার অপেক্ষায়
টেনশনে আছি।