আমি ইচ্ছে করলেই
তোমাকে নিয়ে কবিতা লিখতে পারি না,
পারি না জাঁক জমক ভাবে তোমার জন্ম দিন
পালন করতে!

কারন সংবিধানে আমাকে এ অধিকার দেয়া দেয়া হয়নি!
তবুও তুমি আমার মাথার ভিতর ঘুরে ফিরে আসছো!
প্রেম ভালবাসা হৃদয়ের গহীনে বার বার হাতছানি দিয়ে ডাকছো!

অফিস আদালতে চলার পথে স্মৃতির আঙিনায় ভালবাসার জয়গান,
আমার চারিদিকে ঘিরে থাকে ?
তুমি অপেক্ষার প্রহর গুনতে গুনতে হয়ত ঘুমিয়ে পড়েছো।